Wednesday, October 31, 2007

সূর্যতামসী


কোথাও পাখির শব্দ শুনি;
কোনো দিকে সমুদ্রের সুর;
কোথাও ভোরের বেলা র'য়ে গেছে - তবে।
অগণন মানুষের মৃত্যু হ'লে - অন্ধকারে জীবিত ও মৃতের হৃদয়
বিস্মিতের মতো চেয়ে আছে;
এ কোন সিন্ধুর সুর:
মরণের - জীবনের?
এ কি ভোর?
অনন্ত রাত্রির মতো মনে হয় তবু।
একটি রাত্রির ব্যথা সয়ে -
সময় কি অবশেষে এ-রকম ভোরবেলা হয়ে
আগামী রাতের কালপুরুষের শস্য বুকে ক'রে জেগে ওঠে?
কোথাও ডানার শব্দ শুনি;
কোন দিকে সমুদ্রের সুর -
দক্ষিণের দিকে,
উত্তরের দিকে,
পশ্চিমের পানে?

সৃজনের ভয়াবহ মানে;
তবু জীবনের বসন্তের মতন কল্যাণে
সূর্যালোকিত সব সিন্ধু-পাখিদের শব্দ শুনি;
ভোরের বদলে তবু সেইখানে রাত্রি করোজ্জ্বল
ভিয়েনা, টোকিও, রোম, মিউনিখ - তুমি?
সার্থবাহ, সার্থবাহ, ওইদিকে নীল
সমুদ্রের পরিবর্তে আটলাণ্টিক চার্টার নিখিল মরুভূমি!
বিলীন হয় না মায়ামৃগ - নিত্য দিকদর্শিন;
যা জেনেছে - যা শেখেনি -
সেই মহাশ্মশানের গর্ভাঙ্কে ধূপের মত জ্ব'লে
জাগে না কি হে জীবন - হে সাগর -
শকুন্ত-ক্রান্তির কলরোলে।

(সাতটি তারার তিমির, ১৯৪৮)

11 comments:

smilitude said...

অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে কবিতাগুলো তোলার জন্য!!

Unknown said...

জীবনদাকে আমার খুব ভাল লাগে,তাই ধন্যবাদ

Loginbd said...

Kosto kore kobita gulo tulechen....jate dhonnobad na dea r upay thake na....Vhalo thakben...

Anonymous said...

অসংখ্য ধন্যবাদ।

shibu said...

ai chetanatake dhare rekho

অচেনা নাবিক said...

Kobita ta pora Onak Valo Laglo.Online A Radio Shunta Click Korun: http://radiovoice24.com/

all bangladeshi newspaper said...

দারুন কবিতাটি শেয়ার করার জন্য এডমিন কে ধন্নবাদ।সত্যিই চমৎকার কবিতা।

Unknown said...

এই কবিতার সঙ্গে তার তাৎপর্যও কি জানানো সম্ভব? তাহলে খুব ভাল হয়।

Unknown said...

ধন্যবাদ না দিলেই নয় 🖤

Subhajit Pal said...

খুব ভালো

Monomaliny said...

সুন্দর!