Wednesday, April 12, 2006

অদ্ভুত আঁধার এক

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্‍‌ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

14 comments:

Unknown said...

Excellent. আমার প্রিয় কবিতা এটি।

JOYDEV PAL said...

hoi to thik...............

JOYDEV PAL said...

hoi to tai..........

saifulhasan said...

দারুন লাগলো। আমার প্রিয় কবিতা এটি। জীবনানন্দ দাশের কবিতা আমার খুব ভালো লাগে। প্রতিটি লাইনে জীবনের নতুন একটি ছবি ফুতে উঠে।

Unknown said...

এই কবিতা রচনার সময় কখন?

Unknown said...

আমার সবচেয়ে প্রিয় কবিতা!!

Unknown said...

এ যে বর্তমানেরবাস্তবতা

Unknown said...

মানুষকে উজ্জীবিত করার কবিতা ।আঁধার সরিয়ে আলোয় ফেরার শপথ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দরবারে।

Unknown said...

কি নিদারুণ সত্য!
কত আগে তিনি বলে
গেছেন।

Unknown said...

কি নিদারুণ সত্য!
কত আগে তিনি বলে
গেছেন।

Parimal Pati said...

বর্তমানে এই কবিতাটির আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ।

Parimal Pati said...

বর্তমানে এই কবিতাটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে

Unknown said...

কঠিন সত্য

Unknown said...

সত্যিই অসাধারণ